We regret to inform you that this website is unavailable. This could be due to various reasons.
বুলবন ওসমান (Bulbon Osman)
বুলবন ওসমান ১৯৪০ সালের ১৮ মার্চ হাওড়ার ঝামাটিয়া গ্রামে অবস্থিত তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি শওকত ওসমান ও সালেহা ওসমানের জ্যেষ্ঠ পুত্র। তার ভাই ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী। বুলবন ওসমানের দাদাবাড়ি অবস্থিত হুগলি জেলার সবলসিংহপুরে। ১৯৫০ সালে তার পরিবার চট্টগ্রামে চলে আসে। সেখান থেকে স্কুল ও কলেজজীবন শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রতিষ্ঠানটিতে সমাজতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন।
১৯৬৬ সালে বুলবন ওসমান চারুকলা মহাবিদ্যালয়ের শিল্প সম্পর্কিত সমাজতত্ত্বের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ১৯৬৭ সালে তার প্রথম গ্রন্থ কানামামা। এটি ছিল কিশোর উপন্যাস। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে কাজ করেছেন। বুলবন ওসমান ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত।চারুকলা ইন্সটিটিউটে অধ্যাপনা করেছেন। তিনি একজন স্বশিক্ষিত শিল্পী। তিনি গ্রন্থ অনুবাদের সাথেও যুক্ত আছেন।
বুলবন ওসমান ১৯৭৩ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ।