OOPS!

Website is Unavailable!

We regret to inform you that this website is unavailable. This could be due to various reasons.

হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ (Humayun Ahmed)

জন্ম নানাবাড়ি শেখবাড়ি, মোহনগঞ্জ। পৈত্রিক নিবাস কুতুবপুর, কেন্দুয়া, নেত্রকোনা  ১৯৪৮ সালে।

পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ। মাতা আয়েশা ফয়েজ আহমেদ। শৈশব কেটেছে সিলেটে। পিতার বদলীর চাকরীর সুবাদে ঘুড়ে বেড়িয়েছেন উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে মাস্টার্স এর পর যুক্তরাষ্ট্র থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন। অধ্যাপনা করেছেন ময়মনসিংহ কৃষিবিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নন্দিত নরকে আবির্ভাবের পর সাহিত্যের সকল শাখায় কলম চালিয়েছেন নিরলসভাবে। অর্জন করেছেন সকল বয়স ও শ্রেণীর পাঠকদের মধ্যে নজিরবিহীন জনপ্রিয়তা আর কিংবদন্তী মর্যাদা। ভূষিত হয়েছেন ২১শে পদক সহ অসংখ্য পুরস্কারে। তার রচনা অনুদিত হচ্ছে দেশে এবং বিদেশে। নাটক আর চলচ্চিত্র অঙ্গনে তার অবদান যুক্ত করেছে এক নতুন অধ্যায়। তার সমুদ্র বিলাস, শহীদ স্মৃতি বিদ্যাপিঠ আর নুহাশপল্লী জাতীয় ঐতিহ্য বিবেচিত হওয়ার যোগ্য স্থাপনা।

কিংবদন্তী হুমায়ূন আহমেদ ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন, সমাহিত হয়েছেন নিজের অনুপম সৃষ্টি নুহাশপল্লীতে। তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন ।


Recent Books of হুমায়ূন আহমেদ